Monday, July 25, 2016

আমি তো নৈই চিত্রকর ,আমি তো নৈই ছড়াকার


আমি তো নৈই চিত্রকর
আমি তো নৈই ছড়াকার,
তবুও কেন তুমি
অবতীর্ন হও ভুমিকায় 
প্রেমিকার?

আমি তো নৈই বংশীওয়ালা 
আমি তো নৈই কবি,
তবুও কেন মানষপটে 
আঁকাও আমার ছবি?

আমি তো নৈই ঝরনা ধারা
না আমি কোন শান্ত নদী
তবুও কেন ভাব
আমি তোমার হই যদি?

আমি তো নৈই শান্ত চাঁদ
শান্ত সুনীল আকাশ
তবুও কেন তুমি বারংবার 
আমায় করো প্রকাশ ?

~~মোমেনুল আহমদ~~

1 comment: