Wednesday, July 13, 2016

অমি খুঁজেছি তোমায় ,আমি খুঁজে পাই তোমায়।

আকাশের সীমানায়
জলের ঐ নীলিমায়
ঐ পথের শেষে
তপ্ত মরুর দেশে ,
জ্যোৎসনার আদরে
কুঁয়াশার চাদরে
মরুর তপ্ত বালিকনায় 
ঝর্ণার শীতল জলধারায়
আর
ধরনীর সীমানায় ,
দিনের দীপাবলী
রাতের কালীমায়
অমি খুঁজেছি তোমায়
আমি খুঁজে পাই তোমায়।

~পাঠকসকল শেষ দুই চড়নের বিশ্লেষণ টা মন্তব্যে প্রকাশ করুন~

No comments:

Post a Comment