তবুও তোমার আছে অপরাধ,
আমি জানি তুমি নির্দোষী
তবুও অসীম দোষে তুমি দোষী,
আমি জানি তুমি জ্ঞানী
তবুও তুমি আমার কাছে অজ্ঞানী,
তুমি ন্যায়ী
তবুও তুমি আমার কাছে অন্যায়ী,
যদিও তুমি সাজা পাওয়ার অযগ্য
তবুও তুমি আমার কাছে সাজা পাওয়ার যগ্য,
যতই তুমি ছুটে চলো ধরতে শান্তি
আমি এই আমিই ,
তোমায় ধরতে দেবনা শান্তি,
যতই তুমি হাসাতে চাওনা তোমায়
ঠিক ততই আমি কাঁদাবো তোমায়।
প্রেক্ষাপট-
সত্য আজ নির্বাক অথচ মিথ্যা আজি সবাক। মানুষ মিথ্যা মোহের আশাই একে অন্যের উপর আরোপিত হচ্ছে এবং সমস্ত অন্যায় আরোপ করছে অন্যের উপর। লোভ,লালসা,সার্থপরতা মানুষকে পরিচিত দিচ্ছে আজ অন্যভাবে যেন সে এই ধরাধামের কেহ নয়।
No comments:
Post a Comment