Saturday, July 16, 2016

সে কি জানে কেন এর এর অর্থ কি !

কেন তারে ঈর্ষা করি ?
কেন তারে পরখ করি ?
কেন তারে আপন করি?
কেন তারে পর ভাবি?
কেন তারে সুখ দেয়?
কেন তারে দুখ দেয়?
কেন তারা হাঁসাই?
আবার,
কেনইবা কাঁদায়?
কেন তারে চোখে-চোখে রাখি?
কেন তারে মুক্ত রাখি?
কেন তারে আকাশ দেখাই?
কেন দেখাই তারে নদী?
কেন তারে সপ্ন দেখাই?
আবার,
কেনইবা ভাঙ্গি স্পনের সেই ছবি?

No comments:

Post a Comment