Thursday, July 28, 2016

বলুন তো এমন চেহারা থাকার দরকার আছে কি!

বলুন তো এমন চেহারা থাকার দরকার আছে কি!
মেরি হুছুন ছে ফাট যায় আয়না
(হিন্দি আইটেম গান)
এমন চেহারা যে আয়নার সামনে দারানোর ফলে আয়নাই ফেটে যাবে।
হা-হা-হাহ্

Monday, July 25, 2016

আমি তো নৈই চিত্রকর ,আমি তো নৈই ছড়াকার


আমি তো নৈই চিত্রকর
আমি তো নৈই ছড়াকার,
তবুও কেন তুমি
অবতীর্ন হও ভুমিকায় 
প্রেমিকার?

আমি তো নৈই বংশীওয়ালা 
আমি তো নৈই কবি,
তবুও কেন মানষপটে 
আঁকাও আমার ছবি?

আমি তো নৈই ঝরনা ধারা
না আমি কোন শান্ত নদী
তবুও কেন ভাব
আমি তোমার হই যদি?

আমি তো নৈই শান্ত চাঁদ
শান্ত সুনীল আকাশ
তবুও কেন তুমি বারংবার 
আমায় করো প্রকাশ ?

~~মোমেনুল আহমদ~~

Wednesday, July 20, 2016

A Fishermen Is Helpless Without Fish Shoal

"Customer Flow Is A Matter Of Fact For Lead Generation" 

জ্ঞানীদের ভূলের ফসল সাধারনদের ভোগানতি

জ্ঞানীরা যখন ভূল কাজ করে তখন ভাবনার জানালা খুলে আকাশ দেখতে আর ইচ্ছে করে না।

Monday, July 18, 2016

Follow someone's personality rather than the person

Quote by me @telemobicell 
Translated by #RajibulHasan

তুমি সকল দোষে দোষী আর আমি নির্দোষী

আমি জানি তুমি নিরাপরাধ 
তবুও তোমার আছে অপরাধ,
আমি জানি তুমি নির্দোষী
তবুও অসীম দোষে তুমি দোষী,
আমি জানি তুমি জ্ঞানী
তবুও তুমি আমার কাছে অজ্ঞানী,
তুমি ন্যায়ী
তবুও তুমি আমার কাছে অন্যায়ী,
যদিও তুমি সাজা পাওয়ার অযগ্য
তবুও তুমি আমার কাছে সাজা পাওয়ার যগ্য,
যতই তুমি ছুটে চলো ধরতে শান্তি 
আমি এই আমিই ,
তোমায় ধরতে দেবনা শান্তি,
যতই তুমি হাসাতে চাওনা তোমায় 
ঠিক ততই আমি কাঁদাবো তোমায়।

প্রেক্ষাপট-
 সত্য আজ নির্বাক অথচ মিথ্যা আজি সবাক। মানুষ মিথ্যা মোহের আশাই একে অন্যের উপর আরোপিত হচ্ছে এবং সমস্ত অন্যায় আরোপ করছে অন্যের উপর। লোভ,লালসা,সার্থপরতা মানুষকে পরিচিত দিচ্ছে আজ অন্যভাবে যেন সে এই ধরাধামের কেহ নয়। 

Saturday, July 16, 2016

সে কি জানে কেন এর এর অর্থ কি !

কেন তারে ঈর্ষা করি ?
কেন তারে পরখ করি ?
কেন তারে আপন করি?
কেন তারে পর ভাবি?
কেন তারে সুখ দেয়?
কেন তারে দুখ দেয়?
কেন তারা হাঁসাই?
আবার,
কেনইবা কাঁদায়?
কেন তারে চোখে-চোখে রাখি?
কেন তারে মুক্ত রাখি?
কেন তারে আকাশ দেখাই?
কেন দেখাই তারে নদী?
কেন তারে সপ্ন দেখাই?
আবার,
কেনইবা ভাঙ্গি স্পনের সেই ছবি?

Wednesday, July 13, 2016

অমি খুঁজেছি তোমায় ,আমি খুঁজে পাই তোমায়।

আকাশের সীমানায়
জলের ঐ নীলিমায়
ঐ পথের শেষে
তপ্ত মরুর দেশে ,
জ্যোৎসনার আদরে
কুঁয়াশার চাদরে
মরুর তপ্ত বালিকনায় 
ঝর্ণার শীতল জলধারায়
আর
ধরনীর সীমানায় ,
দিনের দীপাবলী
রাতের কালীমায়
অমি খুঁজেছি তোমায়
আমি খুঁজে পাই তোমায়।

~পাঠকসকল শেষ দুই চড়নের বিশ্লেষণ টা মন্তব্যে প্রকাশ করুন~

Tuesday, July 12, 2016

ঘুড়ি'র মত নগ্ন আকাশের পাগলা বাতাসে অন্যের ডানাই ভর করে শুন্যে

কিছু ব্যক্তি,গোষ্টী,সমাজ,শ্রেনী,সম্প্রদায় এবং দেশ ও জাতি আছে আমাদের এই ধরাধামে যারা ঘুড়ি'র মত নগ্ন আকাশের পাগলা বাতাসে অন্যের ডানাই ভর করে শুন্যে গা ভাসিয়ে দেয় নিজে অথবা অন্যের আরোপে।

Tuesday, July 5, 2016

ঈদ এর অর্থ , ঈদের আনন্দ এবং এটার হক ও ভাগিদার ।

আসছে ঈদ
বাচ্চারা করছে জিদ
মা,বাবার চোখে নাই নিদ
কেমনে মিটবে বাচ্চাদের জিদ
তবুও মিটবে জিদ,আসবে নিদ,হবে ঈদ।

বি:দ্র:- 
ধনীদের অবশ্য এটার চিত্র উল্টো আর সে জন্য ধনীদের প্রতি আহবান ,আপনাদের ঈদের খুশীর সামান্য অংশ শেয়ার করুন অসহায়দের সাথে।

             🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙 
ঈদ মোবারক সাবাইকে🍨