বলেছিলে আসবে তুমি
বলেছিলে শুনবে তুমি,
বলেছিলে পাশে হাঁটবে তুমি
বলেছিলে পাশে বসবে তুমি।
কৈ এলেনাতো
কৈ শুনলেনাতো
কৈ পাশাপাশি হাত ধরে হাঁটলেনাতো
কৈ পাশে এসে বসলেনাতো ???
তুমি এসো আমি চেয়ে আছি
তুমি এসো আমি চেয়ে থাকব।
বলেছিলে শুনবে তুমি,
বলেছিলে পাশে হাঁটবে তুমি
বলেছিলে পাশে বসবে তুমি।
কৈ এলেনাতো
কৈ শুনলেনাতো
কৈ পাশাপাশি হাত ধরে হাঁটলেনাতো
কৈ পাশে এসে বসলেনাতো ???
তুমি এসো আমি চেয়ে আছি
তুমি এসো আমি চেয়ে থাকব।
No comments:
Post a Comment