আমি শুন্যে ভাসি
শুন্যে অপলক চেয়ে হাঁসি,
আমি তটীনি তীরে হাঁটি
দেখতে তোমার হাঁসি,
হাঁসিলে তুমি যেন দেখিতে হও
পূর্ন শশী ।
আমি বড্ড ভালবাসি
তোমার পূর্ন শশী হাঁসি।
শুন্যে অপলক চেয়ে হাঁসি,
আমি তটীনি তীরে হাঁটি
দেখতে তোমার হাঁসি,
হাঁসিলে তুমি যেন দেখিতে হও
পূর্ন শশী ।
আমি বড্ড ভালবাসি
তোমার পূর্ন শশী হাঁসি।
No comments:
Post a Comment