Friday, September 30, 2016

নৌকতে চেপে পদ্মার ধারে ক্ষণিক বা পদ্মার অথৈ অদূরে।

রোদ্দুর কামড় দিল হাড়ে,হাড়ে
আমরা ঘুরে এলাম পদ্মার পাড়ে।
নৌকতে চেপে পদ্মার ধারে
ক্ষণিক বা পদ্মার অথৈ অদূরে।

অবকাশে বিকেলে

পদ্মার অতল জলে ,

চাইছিল মন ভিজতে

চাইছিল মন নাচতে।





No comments:

Post a Comment