উর্দ্ধতনদের বলছি
~~~~~~~~~~~
আপনি আপনার চাহিদারও অধিক ঈদ উপহার কিনেছেন বা কিনছেন কিন্তু আপনার অধিনস্থদের ঈদ বোনাস কি আপনি এখনও প্রদান করেছেন বা কখনও কি চিন্তা করেছেন তাদের কাছে ঈদ শব্দের অর্থ টা কি?
এদের কাছে ঈদ মানে
~~~~~~~~~~~~~
সকালের সুগন্ধি দিয়ে গোসল
চালিয়ে নেয়ার উপযোগী নতুন পোষাক
সামান্য চিনিগুড়ে মিষ্টি মুখ
আর
বাচ্চাদের এই সমস্ত পাওয়ার আনন্দে সারাদিনমান মুখে প্রসারিত হাসি।
আপনার অধিনস্থদের মনের কথা
~~~~~~~~~~~~~~~~~~~~~~
ঈদ মানে খুশি
আকাশে ঊঠছেনা
বেতন ও বোনাসের শশী ,
বউ, বাচ্চার মুখে নাই হাসি
তারা টাকা চাইলে আশে শুধু কাশি,
তবুও ভাবি ঈদ মানে খুশি
আর এই ভেবে হাসি
আক্ষেপের
হাসি।
বি:দ্র-অধিনস্থদের খোঁজ নিতে অসমর্থ হলে নিজেকে মানুষ হিসাবে পরিচয় দেয়া থেকে বিরত থাকুন।
মুললেখা
মুললেখা
No comments:
Post a Comment