Saturday, February 13, 2016

পাগলা ভ্যাল্নটাইন দের প্রতি ১ হাত

পাগলা ভ্যাল্নটাইন দের প্রতি ১ হাত
------------------------------
বড়দের অবহেলা করা
ছোটদের পাত্তা না দেয়া,
দুর্বল দের ঘায় দেয়া
সবল দের আগ বারিয়ে
সহায়তা করা,
বাবার টাকায় নীলাভ আরশী ঘেরা 
নিয়ন আলোয় অনিশ্চিত ভবিষৎ এর 
সনে কানামাছি খেলা,
অসুস্হ স্বজনের দেখভাল না করে
পুনশ্চ রঙিন এর রং এ রাঙিয়ে 
সুবাসহীন সুগন্ধির পেছনে লাগামহীন 
পাগলা ঘোড়ার পেছনে ছুটে চলা।
এ সমস্ত কে ভালবাসা বলে না।

"ভালবাস অন্য কে নিজেকে যেরুপ ভালবাস"

No comments:

Post a Comment